Express js Setup
সর্বপ্রথম npm init --y কমান্ড দিয়ে npm ইনিস্ট্রল করে নিতে হবে।
তারপর npm install express অথবা npm i express কমান্ড দিয়ে express js কে ইনিস্ট্রল করে নিতে হবে। তারপর আমরা npm i nodemon কমান্ড দিয়ে nodemon কে ইনিস্ট্রল করে নিতে পারি যাতে করে node index.js বার বার লিখে রান না করতে হয়, শুধু মাত্র একবার npm start একবার লেখলেই হয়ে যাবে।
npm দ্বারা express js ইনিস্ট্রল করা হয়ে গেলো। এখন আমরা express js কে রান করবো।