React Packages(রিয়েক্ট প্যাকেজ)

Packages Name (প্যাকেজের নাম) Uses (যে কারনে ব্যববার হয়)
React Bootstrap রিয়েক্ট বুটস্ট্রাপ, ডিজাইনের জন্য ব্যববার করা হয়। সাধারন বুটস্ট্রাপ এর মতোই সেম টু সেম কাজ করে।
Routing রিয়েক্ট রাউটিং এক পেজ থেকে অন্য পেজ এ যেতে ব্যববার হয়।
Axios Axios (API) এপিআই হ্যান্ডেল করা জন্য ব্যববার করা হয়।
Cogo Toast Cogo Toast ইউজার কে ভিবিন্ন এলার্ট দেওয়ার জন্য ব্যববার করা হয়।
Export From Json CSV, XLSML, Text, HTML ইত্যাদি রকম ফরম্যাটের ফাইল গুলো এক্সপোর্ট করা যায়।
React HTML Parser এইচটিএমএল ফাইল গুলোকে পার্স(Pars) করা যায়।
React HTML to Image এইচটিএমএল ফেজ কে, এইচটিএমএল ডিব কে ইমেজে কনভার্ট করা যায়।
React HTML to Canvas এইচটিএমএল ফেজ কে, এইচটিএমএল ডিব কে ক্যানবাসে কনভার্ট করা যায়।
Webcam ওয়েব সাইটে ক্যামরা ব্যববারের জন্য ব্যববার করা যায়।
Local Forage অফলাইনে ব্রাউজারে স্টোরেজ বাড়ানো যায়। ব্রাউজারে অনেক ডাটা সেভ করে রাখার জন্য
Moment সময় এবং তারিখ কে ম্যানেজ করা যায়।
QR Code QR কোড তৈরি করা যায়, QR কোড পড়া যায়।
Bar Code বার কোড তৈর করা যায়, বার কোড পড়া যায়।
Data Picker তারিখ ম্যানেজ করা যায়। ভিবিন্ন ফরম্যাটে
Icon ভিবিন্ন আইকন নিয়ে কাজ করা যায়।
React Select ড্রপডাউন মেনু তৈরি করা জন্য ব্যববার করা যায়।
React Window অনেক গুলো ডাটা হয়ে গেলে সেগুলো কে ছোট ছোট Windo ভাগ করে ব্যববার করা যায়।
React Excel এক্সেল ফাইল কে জেসন ফাইলে কনভার্ট করা যায়।
Sweet Alert সুইট এলার্ট দেওয়া যায়, ভিবিন্ন ধরনের পপআপ দেওয়া যায়।
Cleave js ইনপুট ফরম্যাটিং করা যায়। ফোন নাম্বার ফরম্যাটিং, ক্রেডিট কার্ড ফরম্যাটিং, তারিখ ফরম্যাটিং, সময় ফরম্যাটিং, আরো ইত্যাদি ইনপুট ফরম্যাটিং করা যায়।
Code Input OTP ওটিপি বক্স, Pin Code বক্স, পাসওয়ার্ড ইনপুট বক্স তৈরি করা যায়।
React Currency যে কোন স্টিং কে কারেন্সি ফরম্যাটে দেখানো যায়।
Marquee ভিবিন্ন সাইডে লেখাকে গুরানো যায়।
Tooltip হুভার করলে ভিবিন্ন স্টাইল দেওয়া যায়।
Rechart ভিবিন্ন ধরনের চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট, বার চার্ট, পাই চার্ট ইত্যাদি চার্ট তৈরি করা যায়।
Circular Progressbar ওয়েটিং, কাউন্টিং, কত পার্সেন্ট লোড হয়েছে এমন সাকুলার বার তৈরি করা যায়।
Images Appear ইমেজ লোড হতে হতে কি ঘটবে তা দেওয়া যায়।

সব গুলো এক সাথে ইনিস্ট্রল করতে এই কমান্ড গুলো প্রেস করুন npx create-react-app my_app তারপরে এই কমান্ড টি প্রেস করুন। npm i axios bootstrap cleave.js export-from-json html-react-parser html-to-image moment react react-bootstrap react-code-input react-dom react-export-excel react-icons react-router react-router-dom react-scripts react-toastify react-tooltip react-window read-excel-file recharts sweetalert2